Solution
Correct Answer: Option D
- 'নিরীহ' শব্দের অর্থ শান্ত, নিরীহ বা গোবেচারা প্রকৃতির।
- এর বিপরীত শব্দ হলো 'দুর্দান্ত', যার অর্থ উগ্র, দুরন্ত বা ভয়ংকর।
অন্য বিকল্পগুলো সঠিক নয়:
'সরল' শব্দের বিপরীত 'জটিল'
'ধ্বংস' এর বিপরীত 'সৃষ্টি'
'সবল' এর বিপরীত 'দুর্বল'।