Solution
Correct Answer: Option D
- বাংলা ভাষার যে সব শব্দ এদেশের আদিম অধিবাসীদের (যেমন: কোল, মুন্ডা ইত্যাদি) ভাষা থেকে এসেছে, সেগুলোকে দেশি শব্দ বলা হয়।
কুলা একটি দেশি শব্দ। আরও কিছু দেশি শব্দ হলো: ডিঙি, ঝিঙা, ঢেঁকি ইত্যাদি।
আনারস: এটি একটি পর্তুগিজ শব্দ।
চন্দ্র, কষ্ট: এগুলো তৎসম বা সংস্কৃত শব্দ।