'পবিত্র' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?

A পো+ইত্র

B পব+ইত্র

C পো+বিত্র

D কোনোটিই নয়

Solution

Correct Answer: Option A

- এটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির একটি উদাহরণ।
- নিয়ম অনুযায়ী, 'ও'-কারের পর 'ই'-কার থাকলে 'ও'-কারের স্থানে 'অব্' হয়।
- এখানে, পো (প্ + ও) + ইত্র = প্ + অব্ + ইত্র = পবিত্র।
- তাই 'পবিত্র' শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ হলো 'পো + ইত্র'।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions