পাঁচটি বিড়াল পাঁচটি ইঁদুর ধরতে সময় নেয় পাঁচ মিনিট। ৩০ বিড়াল ৩০ টি ইঁদুর ধরতে কত সময় নেবে?
A ৬ মিনিট
B ১ মিনিট
C ৩০ মিনিট
D ৫ মিনিট
Solution
Correct Answer: Option D
৫ টি বিড়াল ৫ টি ইঁদুর ধরে ৫ মিনিটে
১ টি বিড়াল ১ টি ইঁদুর ধরে (৫ × ৫) / ৫ = ৫ মিনিটে
∴ ৩০ টি বিড়াল ৩০ টি ইঁদুর ধরে (৫ × ৩০) / ৩০ = ৫ মিনিটে