বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
A ২: ১
B ৩:২
C ১০: ৬
D ৯:৩
Solution
Correct Answer: Option C
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হলো ১০:৬।
- পতাকাটি কয়েকটি নির্দিষ্ট মাপের হয়ে থাকে, তবে অনুপাতটি সর্বদা ১০:৬ রাখা হয়।