ব্যাসার্ধ ২০% হ্রাস পাওয়াতে ১ টি বৃত্তের ক্ষেত্রফল কতটুকু হ্রাস পেল ?
Solution
Correct Answer: Option C
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ = r একক,
ক্ষেত্রফল = πr2 বর্গ একক।
ব্যাসার্ধ 20% কমে = r - r এর 20% = 0.8r একক
তাহলে ক্ষেত্রফল = π (0.8r)2 = 0.64πr2 বর্গ একক
ক্ষেত্রফল কমবে = πr2 - 0.64πr2 = 0.36πr2 বর্গ একক
ক্ষেত্রফল কমার হার = 0.36 x 100 = 36%