কোন সংখ্যা ৪০% এর সাথে ৪২ যোগ করলে ফলাফল হবে ঐ সংখ্যাটি। উহা কত?
Solution
Correct Answer: Option A
ধরি,
সংখ্যাটি ক
প্রশ্নমতে,
ক এর ৪০% + ৪২ = ক
⇒ ক × (৪০/১০০) + ৪২ = ক
⇒ (২ক/৫) + ৪২ = ক
⇒ ৪২ = ক - (২ক/৫)
⇒ ৪২ = (৫ক - ২ক)/৫
⇒ ৪২ = ৩ক/৫
⇒ ক = (৪২ × ৫)/৩
⸫ ক = ৭০