যদি দুইটি সংখ্যার যোগফল ও গুণফল যথাক্রমে 20 ও 96 হয়, তবে সংখ্যা দুইটির ব্যাস্তানুপাতিক যোগফল কত হবে?
Solution
Correct Answer: Option D
ধরি, সংখ্যাদ্বয় x ও y
প্রশ্নমতে, x + y = 20 এবং xy = 96
অতএব, x = 12 এবং y = 8 হলে শর্তদ্বয় সিদ্ধ হয়
এদের ব্যাস্তানুপাতিক গড় = (1/12 + 1/8)
= (2 + 3)/24
= 5/24