দাদা ভাই কার ছদ্ম নাম?

A রবীন্দ্রনাথ ঠাকুর

B হরিনাথ মজুমদার

C সোমেন চন্দ্র

D রোকনুজ্জামানখান

Solution

Correct Answer: Option D

- দাদাভাই - রোকনুজ্জামান খান এর ছদ্মনাম।
- রোকনুজ্জামান খান একজন সাংবাদিক, শিশুসংগঠক ছিলেন।
- ফরিদপুর জেলার পাংশা উপজেলায় সাহিত্য-সংস্কৃতসমৃদ্ধ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।

অন্যদিকে,
- রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম - ভানুসিংহ ঠাকুর ৷
- সোমেন চন্দের ছদ্মনাম - ইন্দ্রকুমার সোম।
- হরিনাথ মজুমদারের ছদ্মনাম - কাঙাল হরিনাথ। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions