পিতা ও পুত্রের বর্তমান বয়স একত্রে ৮০ বছর। ৪ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ৫ গুণ ছিল। তাদের বর্তমান বয়সের অনুপাত কত?

A ৬৪ : ১৬

B ৬০ : ২০

C ৫৬ : ২৪

D ৬৮ : ১২

Solution

Correct Answer: Option A

মনেকরি, 
৪ বছর পূর্বে পুত্রের বয়স = ক বছর
৪ বছর পূর্বে পিতার বয়স = ৫ক বছর

বর্তমানে পুত্রের বয়স = (ক + ৪) বছর
বর্তমানে পিতার বয়স = (৫ক + ৪) বছর

প্রশ্নমতে, 
ক + ৪ + ৫ক + ৪ = ৮০
বা, ৬ক + ৮ = ৮০
বা, ৬ক = ৮০ - ৮
বা, ৬ক = ৭২
বা, ক = ১২

বর্তমানে পুত্রের বয়স = (১২ + ৪) বছর = ১৬ বছর
বর্তমানে পিতার বয়স = (৫ × ১২ + ৪) বছর = ৬৪ বছর

পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত = ৬৪ : ১৬

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions