একটি গহনার ওজন 25 গ্রাম। এতে সোনা এবং রূপার অনুপাত 3 : 2। কি পরিমান সোনা মেশালে সোনা ও রূপার অনুপাত 5 : 1 হবে?
Solution
Correct Answer: Option D
সোনা এবং রূপার অনুপাত 3 : 2
অনুপাতের রাশিগুলোর যোগফল = 3 + 2 = 5
গহনায় সোনার পরিমাণ = 25 এর 3/5
= 15 গ্রাম
গহনায় রূপার পরিমাণ = 25 এর 2/5
= 10 গ্রাম
মনেকরি,
সোনা মিশাতে হবে = x গ্রাম
প্রশ্নমতে,
(15 + x)/10 = 5/1
বা, 15 + x = 50
বা, x = 50 - 15
বা, x = 35 গ্রাম