Solution
Correct Answer: Option B
- ট্রপোবিরতির উপরের দিকে প্রায় ৫০ কিলোমিটার জুড়ে স্ট্র্যাটোমণ্ডল বিস্তৃত।
- এই স্তরে ওজোন (O3) গ্যাসের স্তর রয়েছে।
- এ ওজোন স্তর সূর্যের আলোর বেশিরভাগ অতিবেগুনি রশ্মি (Ultraviolate Rays) শুষে নেয়।
- জেট বিমানগুলো এ স্তরে চলাচল করে।
- ভূপৃষ্ঠের নিকটবর্তী বায়ুমণ্ডলের প্রথম স্তর হলো ট্রপোমণ্ডল।
- মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, বায়ুপ্রবাহ, ঝড়, তুষারপাত, শিশির, কুয়াশা সবকিছুই এ স্তরে ঘটে।
- স্ট্র্যাটোবিরতির উপর প্রায় ৮০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরকে মেসোমণ্ডল বলে।
- মহাকাশ থেকে যেসব উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে সেগুলোর অধিকাংশই এ স্তরে এসে পুড়ে যায়।
- মেসোবিরতির উপরে প্রায় ৫০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরকে তাপমণ্ডল বলে।
- তাপমণ্ডলের নিম্ন অংশকে আয়নমণ্ডল বলে।