কেপলারের তৃতীয় সূত্রের নাম কোনটি?
A কক্ষপথের সূত্র
B ক্ষেত্রফলের সূত্র
C পর্যায়কালের সূত্র
D হারমোনির সূত্র
Solution
Correct Answer: Option C
- সূর্যের চারদিকে গ্রহগুলোর গতি সম্পর্কিত কেপলারের ৩টি সূত্র রয়েছে।
- এগুলো হলো- উপবৃত্ত সূত্র, ক্ষেত্রফল সূত্র ও আবর্তনকালের (পর্যায়কালের) সূত্র।