চর্যাপদের ভাষাকে কে বাংলায় প্রতিপন্ন করেছেন?

A সুনীতিকুমার চট্টোপাধ্যায়

B বিধু শেখর শাস্ত্রী

C হরপ্রসাদ শাস্ত্রী

D প্রবোধকুমার বাগচী

Solution

Correct Answer: Option A

- মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার (রয়েল লাইব্রেরি) থেকে বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন 'চর্যাপদ' আবিষ্কার করেন।
- তৎকালে যেহেতু শাসক শ্রেণি বৌদ্ধদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করেছিলেন, ফলে বৌদ্ধ সহজিয়ারা রূপক বা আলো-আঁধারির ভাষায় চর্যাপদ রচনা করেন।
- হরপ্রসাদ শাস্ত্রীর মতে, চর্যাপদ সন্ধ্যা বা সান্ধ্য ভাষায় রচিত। তাঁর মতে, 'চর্যাপদের ভাষা আলো-আঁধারির ভাষা, কতক আলো, কতক অন্ধকার, খানিক বুঝা যায়, খানিক বুঝা যায় না'।
- হরপ্রসাদ শাস্ত্রী 'চর্যাপদ' গ্রন্থটিকে সম্পূর্ণ প্রাচীন বাংলার নিদর্শন বলে দাবি করেন।
- ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় The Origin and Development of the Bengali Language (ODBL) গ্রন্থে চর্যাগান ও দোহাগুলির ধ্বনিতত্ত্ব, ব্যাকরণ ও ছন্দ এবং চর্যার কবিদের নাম, পদ্মা নদীর নামের উল্লেখ (ভুসুকুপার ৪৯ নং পদে 'পউয়া খাল') বিশ্লেষণ করে এর ভাষাকে প্রাচীন বাংলার আদি নিদর্শন হিসেবে গ্রহণ করেন।
- ড. মুহম্মদ শহীদুল্লাহ 'Les Chants Mystique de Saraha et de Kanha' গ্রন্থে সুনীতিকুমারের মতকে সমর্থন করেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions