কার্টাগেনা প্রটোকল স্বাক্ষরিত হয় -
A ১ জানুয়ারি ,১৯৯৮
B ১৫ জানুয়ারি,১৯৯৯
C ২৯ জানুয়ারি ,২০০০
D ৩১ জানুয়ারি ,২০০১
Solution
Correct Answer: Option C
- জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি হলো কার্টাগেনা প্রটোকল।
- ১৯৯৯ সালের ফেব্রুয়ারিতে কলম্বিয়ার কার্টাগোনা শহরে এই চুক্তিটির ব্যপারে সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে ২০০০ সালে ২৪ থেকে ২৯ জানুয়ারি চুক্তিটির খসড়া চুড়ান্ত করা হয় এবং ২৯ জানুয়ারি চুক্তিটি সাক্ষরিত হয়।