‘সার্বভৌম’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

A ষ্ণ + সর্বভূমি

B সর্বভূমি + ষ্ণ

C সার্বভৌম + ম

D সার্ব + ভৌম

Solution

Correct Answer: Option B

সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের নিয়মানুযায়ী, দুটি শব্দের দ্বারা গঠিত সমাসবদ্ধ শব্দের অথবা উপসর্গযুক্ত শব্দের সাথে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়ে উপসর্গসহ শব্দের বা শব্দ দুটির মূল স্বরের বৃদ্ধি হয়।
যেমন:
- সর্বভূমি+ষ্ণ = সার্বভৌম;
- পরলোক+ষ্ণিক = পারলৌকিক;
- সুভগ+ষ্ণ্য = সৌভাগ্য।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions