Solution
Correct Answer: Option B
কোরিয়া মূলত রাজতান্ত্রিক রাষ্ট্র ছিল, ১৩৯২ সালে জেসন রাজবংশ প্রতিষ্ঠার পর থেকে কোরিয়া একক রাজতান্ত্রিক সম্রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়। জাতিতে কোরিয়রা অত্যন্ত একক এবং ঐক্যবদ্ধ ছিল।
১৯০৫ সালে জপানি-রুশো যুদ্ধের পর কোরিয়া দখল করে নেয় জাপান এবং ৫বছর পর কোরিয়াকে কলোনিতে পরিণত করা হয়। ৩৫ বছর কোরিয়া জাপানের কাছে পরাধীন অবস্থায় থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোরিয়া ঔপনিবেশিক শাসনের হাত থেকে মুক্তি পায়। কিন্তু, মুক্তির পাশাপাশি তারা বিভক্তও হয়ে যায় এই সময়ে, ঠিক যেমন হিন্দুস্তান কে বিভক্ত করা হয়েছিল পাকিস্তান এবং ভারত নামক দুইটি রাষ্ট্রে, যা পরবর্তীতে ৩টি রাষ্ট্রে পরিণত হয় এবং বাংলাদেশের জন্ম নেয়।