কোন দেশ বার্লিন প্রাচীর নির্মাণ করে ?
A যুক্তরাষ্ট্র
B পূর্ব জার্মানি
C পশ্চিম জার্মানি
D সোভিয়েত ইউনিয়ন
Solution
Correct Answer: Option B
বার্লিন প্রাচীর ছিলো একটি সুরক্ষিত কংক্রিটের অন্তরায় যা ১৯৬১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত আক্ষরিক ও মতাদর্শগতভাবে বার্লিন শহরকে বিভক্ত করেছিল।জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্র (পূর্ব জার্মানি) কর্তৃক নির্মিত।