২৫ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে ২০ মিটার কাপড় সেই মূল্যে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
Solution
Correct Answer: Option C
ধরি,
২৫ মিটার কাপড়ের ক্রয়মূল্য ক টাকা
১ মিটার কাপড়ের ক্রয়মূল্য ক/২৫ টাকা
২০ মিটার কাপড়ের বিক্রয়মূল্য ক টাকা
১ মিটার কাপড়ের বিক্রয়মূল্য ক/২০ টাকা
লাভ = (ক/২০) - (ক/২৫) টাকা
= (৫ক - ৪ক)/১০০
= ক/১০০ টাকা
শতকরা লাভ = {(ক/১০০) × (২৫/ক) × ১০০%}
= ২৫%