পিতা তার পুত্রকে বলল, “তোমার বর্তমান বয়স, তোমার জন্মের সময় আমার ছিল”। যদি ১০ বছর পরে পিতার বয়স ৭৬ হয়, তবে পুত্রের বর্তমান বয়স কত ?
A ৩৬ বছর
B ৩৩ বছর
C ৩৮ বছর
D ৪৩ বছর
Solution
Correct Answer: Option B
ধরি
পুত্রের বয়স = ক বছর
পিতার বয়স = ২ক বছর
প্রশ্নমতে
২ক + ১০ = ৭৬
বা, ২ক = ৭৬ - ১০
বা, ২ক = ৬৬
বা, ক = ৬৬/২
∴ ক = ৩৩