Solution
Correct Answer: Option D
দক্ষিণ কোরিয়া উত্তর-পূর্ব এশিয়ার একটি দেশ যা কোরীয় উপদ্বীপের দক্ষিণ অংশটি নিয়ে গঠিত। দক্ষিণ কোরিয়ার উত্তরে উত্তর কোরিয়া, পূর্বে জাপান সাগর, দক্ষিণে ও দক্ষিণ-পূর্বে কোরিয়া প্রণালী, যা জাপান থেকে দেশটিকে পৃথক করেছে, এবং পশ্চিমে পীত সাগর। সউল হচ্ছে দক্ষিণ কোরিয়ার বৃহত্তম শহর ও রাজধানী। এর মুদ্রার নাম উয়ন।
কিছু গুরুত্তপুর্ণ মুদ্রার নামঃ
- জাপানের মুদ্রা : ইয়েন
- চীনের মুদ্রা : ইউয়ান
- দক্ষিণ কোরিয়ার মুদ্রা : উন
- মালয়েশিয়ার মুদ্রা : রিঙ্গিত।
রিয়াল যেসব দেশের মুদ্রা:
- সৌদি আরব
- কাতার
- কম্বোডিয়া,
- ব্রাজিল,
- ওমান
- ইয়েমেন ও
- ইরান
পাউন্ড যেসব দেশের মুদ্রা:
- মিশর
- সিরিয়া
- লেবানন ও
- যু্ক্তরাজ্য (পাউন্ড স্টার্লিং)