‘আলপিন’ শব্দটি কোন ভাষা হতে বাংলা ভাষায় গৃহীত হয়েছে?
Solution
Correct Answer: Option B
- বাংলা ভাষায় ব্যবহৃত ‘আলপিন’ শব্দটি মূলত পর্তুগিজ ভাষা থেকে এসেছে।
- ১৬শ শতকে পর্তুগিজ বণিকরা বাংলায় আগমনের ফলে তাদের দৈনন্দিন ব্যবহৃত অনেক শব্দ বাংলা শব্দভান্ডারে স্থান করে নেয়।
- ‘আলপিন’ ছাড়াও বাংলা ভাষায় বহুল ব্যবহৃত কিছু পর্তুগিজ শব্দ হলো— আনারস, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পেয়ারা, বালতি, সাবান, তোয়ালে ইত্যাদি।
- পর্তুগিজরা কেবল বাণিজ্যই করেনি, ধর্মপ্রচার ও বসতি স্থাপনের মাধ্যমেও বাংলা ভাষার শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করেছে।
- বাংলা ভাষায় আগত বিদেশি শব্দের মধ্যে একটি উল্লেখযোগ্য অংশই পর্তুগিজ ভাষার অবদান।