জিএসপি (GSP) এর পূর্ণরূপ কী?

A Generalized System of preference

B Global System of positioning

C Global Strategic partnership

D Government Support program

Solution

Correct Answer: Option A

- জিএসপি (GSP) এর পূর্ণরূপ হলো 'Generalized System of Preferences'
- এর বাংলা আভিধানিক অর্থ অগ্রাধিকারমূলক বাজার সুবিধা
- এটি মূলত উন্নয়নশীল দেশগুলোর রপ্তানি বাণিজ্যের প্রসারের জন্য উন্নত দেশগুলো কর্তৃক প্রদত্ত শুল্কমুক্ত বা স্বল্প শুল্কের বিশেষ সুবিধা।
- ইউরোপীয় ইউনিয়ন ১৯৭১ সালে সর্বপ্রথম এ ধরনের বাণিজ্যিক সুবিধা চালু করে।
- স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে অস্ত্র ছাড়া সব পণ্যে জিএসপি সুবিধা পায়।
- যুক্তরাষ্ট্র ১৯৭৬ সালের ১ জানুয়ারি বাংলাদেশকে জিএসপি সুবিধা প্রদান করেছিল, যা ২০১৩ সালের ২৭ জুন স্থগিত করা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions