জিএসপি (GSP) এর পূর্ণরূপ কী?
A Generalized System of preference
B Global System of positioning
C Global Strategic partnership
D Government Support program
Solution
Correct Answer: Option A
- জিএসপি (GSP) এর পূর্ণরূপ হলো 'Generalized System of Preferences'।
- এর বাংলা আভিধানিক অর্থ অগ্রাধিকারমূলক বাজার সুবিধা।
- এটি মূলত উন্নয়নশীল দেশগুলোর রপ্তানি বাণিজ্যের প্রসারের জন্য উন্নত দেশগুলো কর্তৃক প্রদত্ত শুল্কমুক্ত বা স্বল্প শুল্কের বিশেষ সুবিধা।
- ইউরোপীয় ইউনিয়ন ১৯৭১ সালে সর্বপ্রথম এ ধরনের বাণিজ্যিক সুবিধা চালু করে।
- স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে অস্ত্র ছাড়া সব পণ্যে জিএসপি সুবিধা পায়।
- যুক্তরাষ্ট্র ১৯৭৬ সালের ১ জানুয়ারি বাংলাদেশকে জিএসপি সুবিধা প্রদান করেছিল, যা ২০১৩ সালের ২৭ জুন স্থগিত করা হয়।