Solution
Correct Answer: Option A
- আফগানিস্তান এশিয়া মহাদেশের একটি স্থলবেষ্টিত রাষ্ট্র, যার কোনো সরাসরি সমুদ্র যোগাযোগ বা সমুদ্রবন্দর নেই।
- আলজেরিয়া, মিশর এবং লেবানন হলো ভূমধ্যসাগরের তীরবর্তী রাষ্ট্র, তাই এদের প্রত্যেকের নিজস্ব সমুদ্রবন্দর রয়েছে।
- যেসব দেশের চারপাশ স্থলভাগ দ্বারা বেষ্টিত এবং কোনো সমুদ্রসীমা নেই, তাদেরকে স্থলবেষ্টিত দেশ বা Landlocked Country বলা হয়।
- বর্তমানে বিশ্বে মোট স্বাধীন ও সম্পূর্ণ স্থলবেষ্টিত দেশের সংখ্যা ৪৪টি এবং তাদের মধ্যে আয়তনে বৃহত্তম হলো কাজাখস্তান।
- এশিয়া মহাদেশে আফগানিস্তান ছাড়াও নেপাল, ভুটান, লাওস, মঙ্গোলিয়া, কিরগিজস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান ইত্যাদি স্থলবেষ্টিত দেশ হিসেবে পরিচিত।