Solution
Correct Answer: Option B
- মৌলিক রং বা প্রাথমিক রং হলো লাল, সবুজ ও নীল।
- এই তিনটি রং অন্য কোনো রংয়ের মিশ্রণে তৈরি হয় না, বরং বাকি সব রং এই তিনটি রংয়ের বিভিন্ন অনুপাতে মিশিয়ে তৈরি করা যায়।
- পদার্থবিজ্ঞানের আলোকতত্ত্ব অনুযায়ী, এই তিনটি রংকে আসল বা প্রকৃত মৌলিক রং ধরা হয়।
- তবে চারুকলা বা চিত্রাঙ্কনের ক্ষেত্রে লাল, হলুদ ও নীল রং তিনটি প্রাথমিক রং হিসেবে ব্যবহৃত হয়।