Solution
Correct Answer: Option D
- টমাস রবার্ট ম্যালথাস ছিলেন একজন ইংরেজ অর্থনীতিবিদ, যিনি জনসংখ্যা তত্ত্বের জন্য বিখ্যাত।
- ১৭৯৮ সালে তিনি তাঁর বিখ্যাত গ্রন্থ 'An Essay on the Principle of Population' প্রকাশ করেন।
- এই তত্ত্বে তিনি বলেন, খাদ্যের যোগান বাড়ে গাণিতিক হারে (১, ২, ৩, ৪...), কিন্তু জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে (১, ২, ৪, ৮...)।
- তাঁর মতে, জনসংখ্যা বৃদ্ধি যদি নিয়ন্ত্রণ না করা হয়, তবে তা একসময় খাদ্যের যোগানকে ছাড়িয়ে যাবে, ফলে দুর্ভিক্ষ ও দারিদ্র্য দেখা দেবে।
- এডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয় এবং অমর্ত্য সেন আবের জন্য নোবেল পুরস্কার বিজয়ী একজন বাঙালী অর্থনীতিবিদ।
- কার্ল মার্কস হলেন সমাজতন্ত্র বা মার্কসবাদের প্রবক্তা এবং তাঁর বিখ্যাত তত্ত্ব হলো 'উদ্বৃত্ত মূল্য তত্ত্ব' (Theory of Surplus Value)।