অর্থনীতিতে জনসংখ্যা তত্ত্বটির প্রবক্তা কে?

A এডাম স্মিথ

B অমর্ত্য সেন

C কার্ল মার্কস

D রবার্ট ম্যালথাস

Solution

Correct Answer: Option D

- টমাস রবার্ট ম্যালথাস ছিলেন একজন ইংরেজ অর্থনীতিবিদ, যিনি জনসংখ্যা তত্ত্বের জন্য বিখ্যাত।
- ১৭৯৮ সালে তিনি তাঁর বিখ্যাত গ্রন্থ 'An Essay on the Principle of Population' প্রকাশ করেন।
- এই তত্ত্বে তিনি বলেন, খাদ্যের যোগান বাড়ে গাণিতিক হারে (১, ২, ৩, ৪...), কিন্তু জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে (১, ২, ৪, ৮...)।
- তাঁর মতে, জনসংখ্যা বৃদ্ধি যদি নিয়ন্ত্রণ না করা হয়, তবে তা একসময় খাদ্যের যোগানকে ছাড়িয়ে যাবে, ফলে দুর্ভিক্ষ ও দারিদ্র্য দেখা দেবে।
- এডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয় এবং অমর্ত্য সেন আবের জন্য নোবেল পুরস্কার বিজয়ী একজন বাঙালী অর্থনীতিবিদ।
- কার্ল মার্কস হলেন সমাজতন্ত্র বা মার্কসবাদের প্রবক্তা এবং তাঁর বিখ্যাত তত্ত্ব হলো 'উদ্বৃত্ত মূল্য তত্ত্ব' (Theory of Surplus Value)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions