Solution
Correct Answer: Option D
- বাংলাদেশের প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমূহের মধ্যে অন্যতম শালবন বিহার কুমিল্লা জেলার কোটবাড়ীর ময়নামতিতে অবস্থিত।
- আনুমানিক অষ্টম শতকে দেব বংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব এই বিশাল বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন।
- এই বিহারের পূর্ব নাম ছিল 'ভবদেব মহাবিহার', পরবর্তীতে এর পার্শ্ববর্তী শালবন নামক স্থানের নামানুসারে এর নাম হয় 'শালবন বিহার'।
- ময়নামতির প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে এই বিহারের ধ্বংসাবশেষ উন্মোচিত হয়, যা বাংলাদেশের পর্যটনের অন্যতম আকর্ষণ।
- প্রসঙ্গত উল্লেখ্য, কুমিল্লার পাশ দিয়ে বয়ে গেছে গোমতী নদী, যাকে কুমিল্লার দুঃখ বলা হতো।