Solution
Correct Answer: Option D
- সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ কারণ, নদী বা পুকুরের পানির চেয়ে সমুদ্রের পানির ঘনত্ব বেশি।
- সমুদ্রের পানিতে প্রায় ৩.৫% (বা গড়ে ৩.৫ শতাংশ) লবণ দ্রবীভূত থাকে, যা পানির ঘনত্ব বৃদ্ধি করে।
- আর্কিমিডিসের সূত্র অনুযায়ী, কোনো তরলের ঘনত্ব যত বেশি হবে, তার ঊর্ধ্বমুখী চাপ (Buoyant Force) বা প্লবতা তত বেশি হবে।
- এই অতিরিক্ত ঊর্ধ্বমুখী চাপের কারণে সাঁতারুর শরীর সমুদ্রের পানিতে সহজে ভেসে থাকে।
- যেহেতু শরীর সহজে ভেসে থাকে, তাই পুকুর বা নদীর তুলনায় সাগরে সাঁতার কাটার সময় কম শক্তি খরচ হয়।