Fill in the blanks: I put my mobile ... The drawer
Solution
Correct Answer: Option B
- কোনোকিছুর ভেতরে কোনো কিছু রাখা বা থাকার ক্ষেত্রে Preposition হিসেবে 'in' ব্যবহৃত হয়।
- এখানে ড্রয়ার (Drawer) একটি আবদ্ধ বা খোলা জায়গা, যার ভেতরে মোবাইলটি রাখা হয়েছে বোঝানো হচ্ছে।
- তাই সঠিক উত্তরটি হবে "I put my mobile in The drawer."
- অন্যদিকে, কেনোকিছের ওপরে স্পর্শ করে থাকা বোঝালে 'On', নির্দিষ্ট কোনো স্থানে হলে 'At' এবং কারো সাথে বোঝালে 'With' ব্যবহৃত হয়।