Solution
Correct Answer: Option D
- ‘মনীষা’ শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো মনস্ + ঈষা।
- এটি ব্যঞ্জনসন্ধির একটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ।
- সংস্কৃত ব্যাকরণের নিয়মানুসারে, 'অস' ভাগান্ত শব্দের পর অন্য স্বরবর্ণ থাকলে 'অস' ভাগের লোপ হয় না, কিন্তু এই বিশেষ শব্দটির ক্ষেত্রে 'মনস্' শব্দের ‘অস্’ ভাগটি লোপ পেয়ে ‘মন’ হয়েছে এবং পরবর্তী ‘ঈ’ কারের সাথে যুক্ত হয়েছে (মন + ঈষা = মনীষা)।
- সাধারণ সন্ধির নিয়ম মেনে এই শব্দটি গঠিত হয়নি বলে একে নিপাতনে সিদ্ধ সন্ধি বলা হয়।
- মনীষা শব্দটির অর্থ হলো- বুদ্ধি, মেধা, ধীশক্তি বা পাণ্ডিত্য।