‘পর্বত’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?

A অবনী

B অচল

C পাহাড়

D গিরি

Solution

Correct Answer: Option A

- প্রদত্ত অপশনগুলোর মধ্যে ‘অবনী’ শব্দটি ‘পর্বত’ শব্দের সমার্থক শব্দ নয়।
- ‘অবনী’ শব্দের অর্থ হলো পৃথিবী, ধরণী বা ধরা।
- অন্যদিকে ‘পর্বত’ শব্দের সমার্থক শব্দগুলো হলো— পাহাড়, গিরি, শৈল, অচল, অদ্রি, নগ, ভূধর, মহীধর ইত্যাদি।
- অর্থাৎ, অচল, পাহাড় ও গিরি— এই তিনটি শব্দই পর্বতের সমার্থক, কিন্তু অবনী পৃথিবীর সমার্থক।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions