Sustainable Development Goal (SDG) এর গোল সংখ্যা কয়টি?
Solution
Correct Answer: Option C
- Sustainable Development Goal (SDG)-এর মোট লক্ষ্য বা গোল সংখ্যা হলো ১৭টি।
- ২০১২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলনে SDG-এর ধারণা প্রতিষ্ঠিত হয়।
- এটি ২৫ সেপ্টেম্বর ২০১৫ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে (UNGA) অনুমোদিত হয়, যার মূল লক্ষ্য ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্যমাত্রাগুলো অর্জন করা।
- এসডিজির এই ১৭টি লক্ষ্যের অধীনে ১৬৯টি সুনির্দিষ্ট সহযোগী লক্ষ্য বা টার্গেট নির্ধারণ করা হয়েছে।
- SDG-এর লক্ষ্যগুলোর মধ্যে দারিদ্র্য বিমোচন, ক্ষুধা মুক্তি, সুস্বাস্থ্য ও কল্যাণ, মানসম্মত শিক্ষা এবং লিঙ্গ সমতা অন্যতম প্রধান বিষয়।
- জাতিসংঘের মানব উন্নয়ন সংস্থা UNDP মূলত এই লক্ষ্যগুলো অর্জনের স্কোর কিপার হিসেবে দায়িত্ব পালন করে।
- পূর্ববর্তী সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (MDG)-এর মেয়াদ শেষ হওয়ার পর ২০১৫ সালে এই নতুন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) গৃহীত হয়।