Solution
Correct Answer: Option C
- ইংরেজি শব্দ 'Privilege'-এর সঠিক বানান হলো P-r-i-v-i-l-e-g-e।
- এর বাংলা অর্থ হলো বিশেষ সুবিধা বা বিশেষ অধিকার।
- শব্দটি ল্যাটিন শব্দ 'Privilegium' থেকে এসেছে, যেখানে 'privus' মানে 'private' এবং 'lex' মানে 'law'।
- বানানের ক্ষেত্রে মনে রাখা জরুরি যে, এতে কোনো 'd' নেই এবং মাঝখানে দুটি 'i' ব্যবহৃত হয়।