Solution
Correct Answer: Option A
- ইংরেজি সাহিত্যের জনক বা ফাদার অফ ইংলিশ লিটারেচার বলা হয় জিওফ্রে চসারকে (Geoffrey Chaucer)।
- তিনি মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে পরিচিত এবং তাঁর বিখ্যাত সৃষ্টি হলো 'দ্য ক্যান্টারবেরি টেলস'।
- ১৪ শতকে ল্যাটিন ও ফরাসি ভাষার আধিপত্য ভেঙে তিনি ইংরেজি ভাষাকে সাহিত্য রচনার মাধ্যম হিসেবে প্রথম প্রতিষ্ঠা করেন।
- উইলিয়াম শেক্সপিয়রকে বলা হয় ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ নাট্যকার।
- উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রোমান্টিক যুগের একজন অন্যতম প্রধান কবি এবং প্রকৃতির কবি হিসেবে পরিচিত।
- পার্সি বিশি শেলি (P.B. Shelley) ছিলেন একজন বিখ্যাত রোমান্টিক কবি, যাঁকে বিপ্লবী কবি বলা হয়।