Who is the Father of English literature?

A Geoffrey Chaucer

B William Shakespeare

C William Wordsworth

D P.B. Shelley

Solution

Correct Answer: Option A

- ইংরেজি সাহিত্যের জনক বা ফাদার অফ ইংলিশ লিটারেচার বলা হয় জিওফ্রে চসারকে (Geoffrey Chaucer)।
- তিনি মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে পরিচিত এবং তাঁর বিখ্যাত সৃষ্টি হলো 'দ্য ক্যান্টারবেরি টেলস'
- ১৪ শতকে ল্যাটিন ও ফরাসি ভাষার আধিপত্য ভেঙে তিনি ইংরেজি ভাষাকে সাহিত্য রচনার মাধ্যম হিসেবে প্রথম প্রতিষ্ঠা করেন।
- উইলিয়াম শেক্সপিয়রকে বলা হয় ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ নাট্যকার।
- উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রোমান্টিক যুগের একজন অন্যতম প্রধান কবি এবং প্রকৃতির কবি হিসেবে পরিচিত।
- পার্সি বিশি শেলি (P.B. Shelley) ছিলেন একজন বিখ্যাত রোমান্টিক কবি, যাঁকে বিপ্লবী কবি বলা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions