Solution
Correct Answer: Option D
- ইংরেজি গ্রামার অনুযায়ী Born শব্দটি সাধারণত Passive Voice-এ ব্যবহৃত হয়, যা মূলত 'Be born' ফ্রেজ হিসেবে কাজ করে।
- জন্মগ্রহণের ঘটনাটি অতীতে ঘটেছে, তাই বাক্যটি অবশ্যই Past Tense বা অতীত কালের হতে হবে।
- Passive Voice-এ Past Indefinite Tense-এর গঠন হলো: Subject + was/were + Verb-এর Past Participle Form (V3)।
- জন্মগ্রহণের প্রশ্ন করার ক্ষেত্রে তাই সব নিয়ম মেনে সঠিক বাক্যটি হবে: Where were you born?