সিকিমের পার্বত্য অঞ্চল হতে উৎপত্তি কোন নদীর?

A যমুনা

B মেঘনা

C করতোয়া

D গোমতি

Solution

Correct Answer: Option C

- করতোয়া নদীর উৎপত্তিস্থল হলো ভারতের সিকিম রাজ্যের পর্বতমালা বা হিমালয় পর্বত।
- এই নদীটি বিভিন্ন উপনদীর জলধারা নিজের বক্ষে ধারণ করে পশ্চিমবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়।
- এরপর নদীটি বাংলাদেশের পঞ্চগড় জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ের পূর্বদিক দিয়ে প্রবাহিত হয়েছে।
- প্রাচীনকালে এটি একটি বিশাল ও খরস্রোতা নদী ছিল, যার কারণে একে 'পবিত্র নদী' হিসেবেও বিবেচনা করা হতো।
- আত্রাই ও পুনর্ভবা নদী হলো করতোয়ার দুটি প্রধান উপনদী।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions