His offer is acceptable ... us.
Solution
Correct Answer: Option D
- English Grammar এর Appropriate Preposition এর নিয়ম অনুযায়ী, ‘Acceptable’ শব্দটির পর সাধারণত ‘to’ বসে।
- Acceptable to অর্থ হলো কারো কাছে গ্রহণযোগ্য বা অনুমোদনযোগ্য।
- প্রদত্ত বাক্যে, তার প্রস্তাব বা offer-টি আমাদের কাছে গ্রহণযোগ্য বোঝাতে Acceptable to us ব্যবহার করাই সঠিক।
- অন্য অপশনগুলোর মধ্যে ‘by’, ‘at’ বা ‘for’ এই শব্দটির সাথে উপযুক্ত অর্থ প্রকাশ করে না।
- তাই সঠিক উত্তর হলো অপশন (4) অর্থাৎ to।