Computer এর CPU এর কোন অংশে গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ হয়?
Solution
Correct Answer: Option A
- কম্পিউটারে যে অংশ Data processing এর কাজ করে থাকে তাকে CPU বলে।
- CPU তৈরিতে Microprocessor দরকার হয়।
- CPU তিনটি অংশ নিয়ে গঠিত।
যথা:
- Arithmetic Logic Unit (ALU),
- Control Unit,
- Register.
- এদের মধ্যে ALU গাণিতিক ও যুক্তিমূলক কাজ করে থাকে, তাই একে কম্পিউটারের মস্তিষ্ক (Nerve) বলা হয়।