Solution
Correct Answer: Option D
- সেলিম আল দীন রচিত নাটক 'মুনতাসির' (১৯৮৬)।
- নাটকটির প্রথমে নাম ছিল 'মুনতাসির ফ্যান্টাসি'।
- পরবর্তীতে তিনি নাটকটি থেকে 'ফ্যান্টাসি' অংশটুকু বাদ দিয়ে শুধু 'মুনতাসির' রাখেন।
- এ নাটকে প্রাধান্য পেয়েছে বিশ শতকের আশির দশকের সেনা ও স্বৈরশাসকের কীর্তিকলাপ।
- স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের সমাজে যে মূল্যবোধের অবক্ষয় দেখা দেয়, তাকে কেন্দ্র করেই আব্দুল্লাহ আল মামুন রচিত নাটক 'সুবচন নির্বাসনে' (১৯৭৪)।
- সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাট্য 'পায়ের আওয়াজ পাওয়া যায়' (১৯৭৬)।
- মুনীর চৌধুরী রচিত ভাষা আন্দোলনভিত্তিক নাটক 'কবর' (১৯৬৬)।