নিচের কোনটি বাংলাদেশের UNESCO স্বীকৃত World Heritage স্থান নয়?
Solution
Correct Answer: Option A
- চলন বিল বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি বৃহৎ বিল।
- এটি নাটোর, সিরাজগঞ্জ এবং পাবনা জেলা জুড়ে বিস্তৃত।
- এটি মূলত অনেকগুলি ছোট বিলের সমষ্টি।
- সাতচল্লিশটি নদী ও অন্যান্য জলপথ চলন বিলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়।
- এটি বাংলাদেশের সর্ববৃহৎ বিল এবং সমৃদ্ধ জলাভূমি।
অন্যদিকে,
- সুন্দরবন ২১ মে, ১৯৯২ সালে 'রামসার সাইট' এবং ৬ ডিসেম্বর, ১৯৯৭ সালে ইউনেস্কোর ৭৯৮তম 'বিশ্ব ঐতিহ্য' স্থান হিসেবে স্বীকৃতি পায়।
- ১৯৮৫ সালে ইউনেস্কো পাহাড়পুর বৌদ্ধবিহার ও ষাট গম্বুজ মসজিদকে 'বিশ্ব ঐতিহ্য' হিসেবে ঘোষণা করে।