'পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের।' এটি কোন কবিতার চরণ?
Solution
Correct Answer: Option B
- সৈয়দ শামসুল হকের 'কিশোর কবিতা সমগ্র' থেকে সম্পাদিত কবিতা 'আমার পরিচয়'।
- এ কবিতার বিখ্যাত পঙ্ক্তি- 'আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, / আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। / চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। / তেরশত নদী শুধায় আমাকে, 'কোথা থেকে তুমি এলে?'