- ক্ষুদ্রান্ত্রের পর থেকে শুরু করে পায়ু পর্যন্ত বিস্তৃত প্রায় ২ মিটার লম্বা অংশই হলো বৃহদান্ত্র। - এটি কয়েকটি অংশে বিভক্ত। - যথা: সিকাম, কোলন ও মলাশয়। - সিকামের সাথে সংযুক্ত ছোট থলির মতো অংশটিকে বলে অ্যাপেনডিক্স।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions