The parliamentary system of Bangladesh was re-established through which amendment of the Constitution?

A Eighth

B Ninth

C Eleventh

D Twelfth

Solution

Correct Answer: Option D

সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ সংশোধনী হল দ্বাদশ সংশোধনী. ১৯৯১ সালের জাতীয় সংসদে এ সংশোধনী গৃহীত হয় ।এ সংশোধনীর মাধ্যমে দেশে পুনরায় সংসদীয় সরকার প্রতিষ্ঠিত হয় এবং উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত করা হয় । 
 
- অষ্টম সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম স্বীকৃতি দেয়া, ঢাকার বাইরে ৬ টি বিভাগে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন এবং Dacca এর নাম পরিবর্তন করে Dhaka করা হয় । 

- নবম মাধ্যমে যথাক্রমে রাষ্ট্রপতি পদে কোন ব্যক্তির দুই মেয়াদে দায়িত্ব পালন সীমাবদ্ধ রাখা ও
 
- একাদশ সংশোধনীর মাধ্যমে অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদের প্রধান বিচারপতি পদে ফিরে যাবার বিধান পাস করা হয় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions