নিপাতনে সিদ্ধ ‘ষ’ এর ব্যবহার রয়েছে কোনটিতে?
Solution
Correct Answer: Option D
ষ-ত্ব বিধি অনুসারে ,কিছু কিছু শব্দে স্বভাবতই মূর্ধন্য -ষ হয় । যেমন -
- আষাঢ় শেষ ঈষৎ মেষ
- ষোড়শ কোষ পৌষ রোষ
- ষট পুরুষ মানুষ পাষণ্ড ষণ্ড প্রত্যূষ ।
- আভাষ ভাষণ অভিলাষ পোষণ
- উষর তোষণ ঊষা শোষণ ।
- ভাষা কলুষ ভাষ্য মানুষ
- ঔষধ বিষাণ ষড়যন্ত্র পাষাণ
- বিশেষ ভূষণ সরিষা দূষণ ।