নিম্নলিখিত রোগীদের মধ্যে কাদের সংক্রমণের ঝুঁকি বেশী রয়েছে?
A লিউকোপেনিয়ায় আক্রান্ত
B ব্রডস্পেকট্রাম এন্টিবায়োটিক গ্রহণ করে
C পোস্ট অপারেটিভ রোগী যার অর্থোপেডিক সার্জারী হয়েছে
D সদ্য নির্ণয় করা ডায়াবেটিস রোগী
Solution
Correct Answer: Option A
- লিউকোপেনিয়া হল রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা কমে যাওয়ার অবস্থা।
- শ্বেত রক্তকণিকা (WBC) আমাদের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থার অংশ, যা সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে। তাই, লিউকোপেনিয়ায় আক্রান্ত রোগীরা সংক্রমণের ঝুঁকিতে বেশি থাকে কারণ তাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা কম থাকে।