Solution
Correct Answer: Option A
- এডিপোজ টিস্যু তৈরি হয় এডিপোজ কোষ দিয়ে, যা দেহের মেটাবলিজম বৃদ্ধি করে।
- এডিপোজ টিস্যু মূলত দেহে মেদ বাড়ার প্রধান কারণ।
- এডিপোজ টিস্যু দেহের অভ্যন্তরীণ সব দূষিত চর্বিগুলোকে জমা করে ফেলে।
- জীনগত কারণে এসব চর্বি তলপেটে জমা হয়। ফলে পেট মুটিয়ে যায়।