৮০ ফুট দীর্ঘ এবং ৭০ ফুট প্রস্থ একটি বাগানের বাহিরের চতুর্দিকে ৫ ফুট প্রস্থ একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত হবে?
A ১৬০০ বর্গফুট
B ১২০০ বর্গফুট
C ৮৫৫ বর্গফুট
D ৭৫৫ বর্গফুট
Solution
Correct Answer: Option A
বাগানটির ক্ষেত্রফল =৮০ ×৭০=৫৬০০ বর্গফুট
রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য ={৮০+(৫ ×২)}=৯০ ফুট
রাস্তাসহ বাগানের প্রস্থ = {৭০+(৫ ×২)}=৮০ ফুট
রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল=(৯০ ×৮০)=৭২০০ বর্গফুট
রাস্তার ক্ষেত্রফল =(৭২০০-৫৬০০)=১৬০০ বর্গফুট