Solution
Correct Answer: Option D
- ইতালির একনায়ক বেনিতো মুসোলিনিকে ফ্যাসিবাদের জনক বলা হয়।
- ১৯১৯ সালে ইতালিতে তিনি ফ্যাসিবাদী বা ফ্যাসিস্ট দলের প্রতিষ্ঠা করেন।
- ফ্যাসিজম (Fascism) শব্দটি ইতালীয় শব্দ 'Fascio' (ফ্যাসিও) থেকে এসেছে, যার অর্থ 'লাঠির আঁটি' বা 'একতা'।
- মুসোলিনি ১৯২২ থেকে ১৯৪৩ সাল পর্যন্ত ইতালির প্রধানমন্ত্রী হিসেবে দেশ শাসন করেন এবং একটি কট্টর জাতীয়তাবাদী রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলেন।
- উল্লেখ্য, এডলফ হিটলার ছিলেন জার্মানির নাৎসিবাদের প্রবক্তা এবং জোসেফ স্ট্যালিন ছিলেন সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট নেতা।