মিশর কত সালে সুয়েজ খাল জাতীয়করণ করে?

A ১৯৫৬

B ১৮৮৯

C ১৮৫৬

D ১৯৪৫

Solution

Correct Answer: Option A

- মিশরের তৎকালীন প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের ১৯৫৬ সালে সুয়েজ খাল জাতীয়করণ করেন।
- সুয়েজ খাল লোহিত সাগর ও ভূ-মধ্যসাগরকে সংযোগকারী গুরুত্বপূর্ণ জলপথ।
- ১৮৫৯ সালে ফরাসি প্রকৌশলী ফার্ডিনান্ড ডি লেসেপস-এর নেতৃত্বে এই খাল খনন কাজ শুরু হয় এবং ১৮৬৯ সালে তা চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
- এই খাল জাতীয়করণের ফলে মিশরের ওপর ব্রিটেন, ফ্রান্স ও ইসরায়েলে ক্ষুব্ধ হয়ে আক্রমণ চালায়, যা ইতিহাসে সুয়েজ সংকট (Suez Crisis) নামে পরিচিত।
- সুয়েজ খাল এশিয়া ও ইউরোপের মধ্যে বাণিজ্যিক যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে বিবেচিত হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions