Solution
Correct Answer: Option B
- ই-মেইল পাঠানোর ক্ষেত্রে ব্যবহৃত “CC”-এর পূর্ণরূপ হলো “Carbon Copy”।
- যখন কোনো ই-মেইল মূল প্রাপক ছাড়া অন্য কাউকে অবগতির জন্য পাঠানোর প্রয়োজন হয়, তখন তার ই-মেইল অ্যাড্রেস CC-এর ঘরে লেখা হয়।
- এই অপশনটি ব্যবহার করে মেইল পাঠালে, সকল প্রাপক দেখতে পান যে মেইলটি আর কাকে কাকে পাঠানো হয়েছে।
- অপরদিকে “BCC”-এর পূর্ণরূপ হলো “Blind Carbon Copy”।
- BCC ব্যবহার করে মেইল পাঠালে প্রাপকেরা একে অপরের ই-মেইল অ্যাড্রেস বা পরিচয় দেখতে পান না, অর্থাৎ প্রাপকের তালিকা গোপন থাকে।